রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৬ pm
হেলাল উদ্দীন, বাগমারা (রাজশাহী) :
রাজশাহীর বাগমারা উপজেলার কোন্দা উচ্চবিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ।
রাজস্ব খাতের আওতায় কোন্দা উচ্চবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনটি নির্মান করা হচ্ছে। ৮১ লাক টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোন্দা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম বুলু, অধ্যাপক আবুল কাশেম, সাবেক সভাপতি সোহরাওয়াদ্দি, হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন।
এছাড়াও নারী মেম্বার সালমা বেগম, কোন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, সেলিম রেজা, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। অ্যাকাডেমিক ভবনটির নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে। সংকট হবে না আর শ্রেণী কক্ষের।