বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:১০ am
আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুক্তার আলী (উট পাখি) প্রতীকের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার(১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ওয়ার্ডে ৬০০ শতাধিক নারি-পুরুষ দলমত নির্বিশেষে প্রচার মিছিলে অংশগ্রহণ করে।
জানা যায়, আড়ানী বাজারের পূর্ব – দক্ষিনে শাহাপুর,খাঁপাড়া,দিয়াড়পাড়ার পূর্বাংশ নিয়ে ৫ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ৬৫৪ জন ও নারী ৬১৫ জন। প্রচার মিছিলে সাবেক কাউন্সিলর আবদুল সালামের নের্তৃত্বে সেলিম আহম্মেদসহ ৬ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আলী জানান, আমি এই ওয়ার্ডে প্রথমবারের মত কাউন্সিলর হিসেবে নির্বাচন করছি। বিগত সময়ে আমি ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে ছিলাম। আশা করছি, দলবল নির্বিশেষে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ওয়ার্ডে মোট প্রার্থীর সংখ্যা ২ জন। অপরদিকে আরেক কাউন্সিলর প্রার্থী আবদুল হাকিম টুটুল খোন্দকার(পানির বোতল) প্রতীকে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, প্রচার মিছিল করছেন।