শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৪ pm
ডেস্ক রির্পোট : নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে ছোটভাইয়ের হাতে জান আলী (৫৬) নামের এক ভ্যানচালক খুন হয়েছেন। এছাড়া ১ জন গর্ভবতী নারীসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা আটটিকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান আলী উপজেলার ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে জান আলীর সাথে তার ছোটভাই আনছার আলীর কথা কাটাকাটি শুরু হয়। এ সময় আনছার আলী ও তার ছেলেরা মিলে কাঠের বাটাম দিয়ে জান আলীকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে।
পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ওই এলাকায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে বলে জানা গেছে ।
আটককৃতরা হলো- উপজেলার আটটিকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আনছার আলী (৫২), আনছার আলীর ছেলে মতিউর রহমান (৩০), মামুন (১৮), আশিক (১৫) ও আবু রায়হান (৩২)। আটককৃতসহ নিহত জান আলীর ছেলে মাসুদ রানার স্ত্রী শামীমা আক্তার (২৫) আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে । সূত্র : যুগান্তর।