শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৯ am
ক্রীড়া ডেস্ক : শিরিন আক্তার। দেশের ক্রীড়াঙ্গনে উজ্জ্বল মুখ। রেকর্ড টানা ১২ বার দেশের দ্রুততম মানবী। সর্বশেষ বাংলাদেশ গেমসে নিজের সেরা টাইমিং করে ধরে রেখেছেন দ্রুততম মানবীর মুকুট। জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ২০০ মিটারে। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট করোনার এই সময়ে পড়ে আছেন তার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
এবারও সম্ভবত বাবা-মায়ের সঙ্গে ঈদ-আনন্দ ভাগভাগি করতে সাতক্ষীরায় যাওয়া হবে না তার। তাহলে শিরিন টানা চারটি ঈদ করবেন পরিবার ছাড়াই। করোনা ও লকডাউনে অনেকে যখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তখন শিরিন অনেকটা একাকী বিকেএসপিতে। কিভাবে কাটছে দেশের দ্রুততম মানবীর দিনকাল?
জাগো নিউজ : হ্যালো শিরিন। রেকর্ড গড়ে বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ের পর এখন লকডাউনে কোথায় কিভাবে সময় কাটাচ্ছেন?
শিরিন আক্তার : ধন্যবাদ। আমি আগের মতো বিকেএসপিতেই আছি। এখানেই আমি নিয়মিত অনুশীলন করি।
জাগো নিউজ : আপনি তো বিকেএসপি থেকে পাশ করে বের হয়েছেন। এখন অ্যাথলেট বাংলাদেশ নৌবাহিনীর। তো এখানে কিভাবে কার কাছে অনুশীলন করছেন?
শিরিন আক্তার : আমার প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও অ্যাথলেটিক ফেডারেশনের সুপারিশে আমাকে বিকেএসপি কর্তৃপক্ষ থাকার ও অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি এখানে থেকেই নিয়মিত অনুশীলন করছি ২০১৭ সাল থেকে।