বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৫:০৭ am
সাইদ সাজু তানোর :
রাজশাহীর তানোরে প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন হচ্ছেন। ফলে, প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত নারীরা তাদের অধিকার বিষয়ে সচেতনতার পাশাপাশি সুযোগ সুবিধা পেতে শুরু করেছেন।
বেসরকারী সংস্থা এসিডির তথ্য অধিকার আইন বিষয়ক প্রকল্প নিয়ে গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার আদায়ে তানোর উপজেলার চান্দুড়িয়া ও সরনজাই ইউনিয়ন এলাকায় কাজ করছে সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলিত ও প্রান্তিক নারী ও কিশোরীদের নিয়ে দল গঠন করে তাদের মধ্যে তথ্য অধিকার আইন ও এর সুবিধা তুলে ধরে সচেতন করা হচ্ছে। এসব দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া নারী ও কিশোরীদের বেকাত্ব দূর করে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সরকারি সংস্থা সমূহের সুবিধা পাওয়া না পাওয়ার বিষয়ে অবহিত করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী ও আত্ননির্ভশীল হওয়ার জন্য বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া সংস্থার উদ্যোগে দলিত ও প্রান্তিক নারী ও কিশোরীদের দল (গ্রুপ) গঠন করার কাজ এগিয়ে চলেছে। সম্প্রতি চান্দুড়িয়া ইউপি এলাকার নামো পাড়া গ্রামের নারী ও কিশোরীদের নিয়ে চান্দুড়িয়া স্কুল এ্যান্ড হলরুমে একটি দল গঠন করা হয়েছে।
উক্ত দল (গ্রুপ) গঠন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চান্দুড়িয়া আবু বাক্কার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, চান্দুড়িয়া ইউপি সচিব ওয়াখিল শেখ, এসিডির তথ্য অধিকার আইন প্রকল্পের কর্মকর্তা কৃষ্ণনা বিশ্বাষসহ ইউপি নারী সদস্য ও গ্রামের জনসাধারণ ছাড়াও নারী কিশোরীরা উপস্থিত ছিলেন।