বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ১০:২৫ am
হেলাল উদ্দীন, বাগমারা (রাজশাহী) :
রাজশাহীর বাগমারায় উপজেলা আ.লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলো স্বাধীনতার মহা নায়ক। তাঁর ডাকে দেশের স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলেন আপামর জনগণ।
৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশ স্বাধীন পতাকা। দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১০ জানুয়ারী ১৯৭২ সালে দেশের মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে বরণ করতে লাখ লাখ জনতা ভিড় জমায় বিমানবন্দরে। সবাইকে জাতির জনকের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নের কাজ করতে হবে বলেও জানান তিনি।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সদস্য, চেয়ারম্যান আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সাবেক সদস্য উপাধ্যক্ষ আবদুল বারীক, কাছারি কোয়ালীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল মজিদ, শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ঝিকরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভা আ.লীগের ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।