শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৮ am
ডেস্ক রির্পোট : হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে আলোচিত নন্দীগ্রাম আসনে কে জিতেছেন তা নিয়ে এক প্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে। ভোট গণনার পর নির্বাচন কমিশন সূত্রে প্রথমে সংবাদসংস্থা এএনআই টুইট করে জানিয়েছিল, ১২০০ ভোটে এগিয়ে থেকে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ জয়ের আনন্দের রেশ না কাটতে খবর ছড়ায় মমতা নন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছেন। নির্বাচন কমিশন সূত্রে দৈনিক আনন্দ বাজার পত্রিকার কাছে নিজের ১৯৫৩ ভোটের জেতার তথ্য জানান শুভেন্দু।
এই ঘটনা নিয়ে কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করেন মমতা। ভোট লুট হয়েছে দাবি করে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুট হয়েছে। আদালতে যাব আমরা।’
মমতার এমন ঘোষণার মাঝেই নির্বাচন কমিশন ফল ঘোষণা স্থগিত করেছে। ভোট পুনরায় গণনা হতে পারে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
এদিকে আপাতত নিজ আসনে মমতার জয় আটকে গেলেও তার দল রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে বিশাল জয় তুলে নিয়েছে। দুটি স্থগিত আসন ছাড়া রাজ্যে ২৯২ আসনের মধ্যে ২১১টিতে ইতিমধ্যে জিতেছে তৃণমূল। আর শেষ খবর পাওয়া পর্যন্ত নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি ৮০টি আসনে জয় পেয়েছে। আজকের তানোর