বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ১০:৫২ am
আকতার হোসেন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও তার সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। আজ (১০ জানুয়ারী) রোববার বিকেলে উপজেলার মুন্ডুমালা পৌর সদরে বিশাল র্যালীতে সর্বস্তরের জনতার ঢল নামে। এসময় র্যালীটি গুরুত্বপূর্ণ সকড় প্রদক্ষিণ শেষে তিন মাথা মোড়ে পথসভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। মুন্ডুমালা পৌর আ’লীগ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরী ও আ’লীগ মনোনীত মুন্ডুমালা পৌর মেয়র প্রার্থী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমীন।
এসময় উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক জুলফিকার আলী হিরোর পরিচালনায় উপস্থিত বক্তব্য দেন বাধাঁইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্ডুমালা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন ও মুন্ডুমালা পৌর ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।