শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৮ pm
শহিদুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল হক বিশ্বাস নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারের পর তিনি বুকে ব্যথা অনুভব করলে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানাউল হক বিশ্বাস ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের মৃত মুর্শেদ বিশ্বাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সানাউলের ভাই মাসুদ রানা বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সানাউল বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি বলেন, মাদক কারবারি হিসেবে তার ভাইকে গ্রেফতার করা হলেও তিনি মাদক কারবারি ছিলেন না। তবে মাদক সেবন করতেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, মাদক মামলার এজাহারনামীয় আসামি সানাউল আমবাগানের মধ্যে মাদক সেবন করছে, এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সানাউল। দৌড়ে পালানোর সময় পড়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সানাউল বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যায় সে।
পুলিশ সুপার বলেন, সানাউল একজন মাদক কারবারি। ১৩ এপ্রিল তার বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওই মালায় সে পলাতক আসামি ছিল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরদেহেরে সুরতহাল করেছেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আজকের তানোর