শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:১২ am
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। শুক্রবার সংবাদকর্মীদের কাছে পাঠানো এই বাণীতে চেয়ারম্যান ময়না বলেন, ‘মে দিবস শোষণমুক্তির অঙ্গীকার, শোষকদের রক্তচক্ষু উপেক্ষা করে শোষণহীন সমাজ গড়ে তোলার শপথ নেওয়ার দিন আজ।’
বাণীতে জনপ্রিয় এই নেতা বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার স্মৃতিবিজড়িত গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ১ মে বলে উল্লেখ করেন। তিনি মহান মে দিবস উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তানোর উপজেলার সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে শ্রমিকেরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, চেয়ারম্যান ময়না তাঁদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, ‘শ্রমজীবী ও মেহনতি মানুষই হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাঁদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে শ্রমজীবী মানুষের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাণীতে এ নেতা করোনাকালে দেশের সকল শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকা নিশ্চিত এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। আজকের তানোর