শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১১ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) সোর্স দাবি করা রাব্বি হাসান নামের এক প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাব্বি হাসান উপজেলার চকনারায়নপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
বাঘা থানা সূত্রে জানা গেছে, রাব্বি হাসানকে ৪ এপ্রিল উপজেলার খানপুর এলাকা থেকে আধা বোতল ফেন্সিডিল, দুই পিচ ইয়াবা, দুটি মটরসাইকেলসহ আটক করে পুলিশ। এই মামলায় ১৫ দিন পর সে হাজত থেকে বেরিয়ে এসে মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে নিজেকে বাংলাদেশ পুলিশের আইজিপির সোর্স দাবি করে বেড়াতেন। এছাড়া এলাকার মানুষকে তুচ্ছ মনে করতেন।
এক পর্যায় স্থানীয় এক সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল কথাবার্তা লেখেন। বিষয়টি পুলিশকে অবগত করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। তারপর পুলিশ তাকে আটক করে।
এদিকে রাব্বি হাসানের নামে মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাব্বি নিজেকে এলাকায় অনেক বড় ধরনের ক্ষমতাবান ব্যক্তি বলে পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অভিযোগ করেন বলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একজন ইমো হ্যাকার গ্রুপের সদস্য বলে পুলিশ জানিয়েছেন।
এ বিষয়ে বাঘা থানা ওসি নজরুল ইসলাম জানান, রাব্বি হাসানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে তার প্রতারণার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আজকের তানোর