শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৪ am
ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এমন নজির এর আগে দেখা যায়নি। রোজাদারদের জন্য ম্যাচে বিরতি দেওয়ার ঘটনা ঘটেছে। ম্যাচ থামিয়ে মুসলিম ফুটবলারদের ইফতার করার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ।
অর্থাৎ রোজাদারদের সম্মানার্থে ইফতার বিরতি দেওয়া হলো। ইপিএলে প্রথমবারের মতো এমন অনন্য নজির স্থাপন করল লিস্টার ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার খেলায়।
এমন সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের পর থেকেই ইপিএল কর্তৃপক্ষকে প্রশংসায় ভাসাচ্ছে মুসলিমবিশ্ব।
সোমবারের সেই ম্যাচে রোজা রেখেই খেলতে নামেন লিস্টারের মুসলিম ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ও ক্রিস্টাল মিডফিল্ডার চেইখো কুয়াতে।
মাঠে ম্যাচ গড়ানোর ৩০ মিনিট পরই মাগরিবের আজানের সময় হয়। রোজাদারদের সুবিধায় বিরতি দেওয়া হয় কিছুক্ষণ। যথাসময়ে ইফতার করেন এ দুই খেলোয়াড়। সূত্র : অনলাইন। আজকের তানোর