শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৫ pm
শাকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদক : ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের দুঃশ্চীন্তার যেন শেষ ছিল না । অবশেষে সীমিত পরিসরে দোকানগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার । স্বাস্থবিধি মেনে সারাদেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসায়প্রতিষ্ঠান খোলা রাখছে ব্যবসায়ীরা । এতে সারাদেশের ব্যবসায়ীদের মতো খুশি তানোর উপজেলার ব্যবসায়ীরাও ।
এর মধ্যেই ক্ষতি পুষিয়ে নেওযার লক্ষ্য তাদের । উপজেলার মুন্ডুমালা ও তানোর পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা জানান, প্রতিবছর রমজান ঈদুল ফিতর, দূর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে গ্রাহক সংখ্যা প্রচুর হয়। কিন্ত গত বছর করোনা পরিস্থীতির কারনে ঈদুল ফিতর ও ঈদুল আযহায় তারা লোকসানের মুখে পড়ে । তারা মুনাফা তো দুরের কখা মুলধনই উঠাতে পারেননি ।
সেই লোকসান পোষাতে এ বছর লক্ষ্য স্থীর করে রেখেছিলেন তারা । সেই লক্ষে গত ১৪ এপ্রিল থেকে দোকানপাট ও ব্যবসায়প্রতিষ্ঠান খোলায় আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা ।
পৌর শহরের গোল্লাপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ’গত বছর দুই ঈদ ও পূজায় কোনো ব্যবসা করতে পারিনি । এবছরও লকডাউন থাকলে পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন পার করব ।’
স্বাস্থবিধি মেনে নির্ধারিত সময়ে হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন একই বাজারের ফারুক জেনারেল স্টরের স্বত্তাধিকারী আব্দুল হান্নান । তার মতে, এ সিদ্ধান্তের ফলে, রমজান ও সামনের ঈদুল ফিতরে সামান্য হলেও ব্যবসায়ীরা উপকৃত হবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ব্যবসায়ী ও ক্রেতা সাধারনকে সতর্ক থাকতে হবে । অবশ্যই কঠোরভাবে স্বাস্থবিধি মেনে চলতে হবে । এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে । নিয়ম মেনে ব্যবসায়প্রতিষ্ঠান না চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । আজকের তানোর