মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ১২:৫৫ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
পুঠিয়ায় ২ টাকা লাভ রেখে তরমুজ বিক্রির নির্দেশ

পুঠিয়ায় ২ টাকা লাভ রেখে তরমুজ বিক্রির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : মাত্র দুই থেকে তিন টাকা লাভ রেখে তরমুজ বিক্রি করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার খুচরা তরমুজ বিক্রেতারা। রমজান মাসজুড়ে মাত্র দুই থেকে তিন টাকা লাভেই করবেন তরমুজের এই ব্যবসায়ীরা।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে পুঠিয়ার তরজুম বিক্রেতারা এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি বলেন, ‘পুরো বাংলাদেশে যখন তরমুজ নিয়ে যখন বেশ আলোচনা হচ্ছে তখন আমার এলাকার তরমুজ ব্যবসায়ীদের ডাকলাম। তাদের কাছে জানলাম-তারা আসলে কত টাকা দিয়ে তরমুজ কিনছেন, কত টাকা লাভে তরমুজ বিক্রি করছেন? তারা জানান-নাটোরের হরিসপুর, বনপাড়া গ্রাম, রেলস্টেশন এসমস্ত এলাকা থেকে ৫ কেজির নিচে ৩৫ টাকা কেজি দরে কেনেন। এছাড়া সবচেয়ে বড় সাইজেরগুলো ৩৮-৪০ টাকা দরে কেনেন। ৩৫ টাকার তরমুজ বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করেন আর বড়গুলো ৫০-৬০ টাকায়। এরপর তাদের কাছে প্রস্তাব রাখলাম, অন্তত রমজান মাসে তারা যেন তরমুজের দাম জনসাধারণের কাছে কম রাখেন।’

‘তারা আমাদের প্রস্তাবে রাজি হন। তারা আমাদের কথা দেন ৫ কেজির নিচে যে তরমুজগুলো সেগুলো তারা ৪০ টাকায় বিক্রি করবেন। আর এর চাইতে বড় সাইজের তরমুজগুলো ৪৫ টাকা দরে বিক্রি করবেন। তারা জানান, এতে তাদের লাভ থাকবে মাত্র ২-৩ টাকা করে। মাত্র দুই টাকার মতো স্বল্প লাভ রেখেই তারা রমজানজুড়ে তরমুজ বিক্রি করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক প্রমুখ।

বৈঠকে অংশ নিয়ে খুচরা তরমুজ ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘আমরা বড় তরমুজ সাড়ে ৩৮-৪০ টাকা কেজি দরে পাইকারি কিনি। গাড়ি ভাড়া ছাড়াও আনুষঙ্গিক খরচ আছে। ৪৫ টাকা দরে বিক্রি করলে কেজিতে ২-৩ টাকা লাভ থাকতে পারে। রমজান মাসে যদি এই স্বল্প লাভে সাধারণ মানুষ উপকৃত হয়, তাহলে আমাদের এই দামে তরমুজ বিক্রি করতে আপত্তি নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া প্রস্তাবে আমরা সবাই সম্মতি জ্ঞাপন করেছি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস জানান, মৌসুমী ফল তরমুজ বছরে একবার খেতে পান সাধারণ মানুষ। তাছাড়া বর্তমানে তরমুজের অতিরিক্ত দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরব হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে নেয়া এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.