শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, সময় : ১০:১৩ pm
ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোরে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও প্রয়াত বিএনপি নেতা জাফর উদ্দিনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে পাঁচন্দর ইউপির কৈল হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সভা।
ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর জেনারেল (অব.) ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শরিফ উদ্দিন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সভাপতি সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সিনিয়র নেতা নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌরসভার সদস্য সচিব আতাউর রহমান, সিনিয়র নেতা সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আজহার আলী ও পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সম্পাদক মিজানুর রহমান লাটু।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক গাফফার মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, কলমা ইউপি সভাপতি মোস্তাফিজুর রহমান, কামারগাঁ ইউপি সম্পাদক মোজাম মাস্টার, সাবেক সম্পাদক রেজা, সাবেক সম্পাদক ফিরোজ কবির, যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, কৃষকদলের আহবায়ক মিঠু, সাবেক যুবদল নেতা আব্দুল মান্নান, আই সাইদ বাবু, তালন্দ ইউপি সদস্য সাইদুর রহমান, জামাল উদ্দিন, কামরুল ইসলাম, দুরুল হোদা প্রমুখ।
শেষে অসুস্থ বেগম জিয়ার সুস্থতা কামানাসহ প্রয়াত জাফর মেম্বার এবং প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক, শীষ মোহাম্মদ ও এমরান আলী মোল্লার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ইউপির নয় ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে শীতবস্ত্র হিসেবে ৫০০টি কম্বল বিতরণ করা হয়। রা/অ