শনিবর, ১১ জানুয়ারি ২০২৫, সময় : ১২:২৩ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অধ্যাপক কামাল হোসেন উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকার গরিব ও অসহায় দুস্ত পরিবারের নারী-পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষ্যে ভবানীগঞ্জ বাজারের আলুহাটা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। বিশেষ অতিথি অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান, বড় বিহানালী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, নরদাশ ইউনিয় বিএনপির সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী বাচ্ছু ও বিএনপি নেতা খোকনসহ আরো অনেকে।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি আলা উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান। রা/অ