শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, সময় : ০৩:৫১ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর সরকারি কলেজ একাদশ শ্রেণি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহনপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো: বানী ইয়ামিন বখতিয়ারের সভাপতিত্বে ও অধ্যাপক মফিজ উদ্দিন মধুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: আরিফুল কবির, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সূরা সদস্য মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, উপজেলা জামায়াতের আমির জিএ এম আব্দুল আওয়াল, সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, খোন্দকার শাহিন আকতার শামসুজোহা, নবীন বরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রা/অ