শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, সময় : ০১:৫৪ am
এম এম মামুন :
রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী নায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। বুধবার (৮ জানুয়ারি) সকালে টিসিবির পণ্য সরবরাহের দাবিতে এলাকার কিছু নারী বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে নারীরা জানান, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয় নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না। সংবাদ সম্মেলনে বলা হয়, আজ বুধবার (৮ জানুয়ারি) টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ-প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তুকোন ডিলারকেই পণ্য বিক্রয় করতে দেওয়া হয়নি।সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।
টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, এখানে বিএনপি-জামায়াতের দুইটা গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটা গ্রুপ আছে। একটা পক্ষ শুধু চায় পণ্য বিক্রি করা হোক। অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে এ অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে।
তিনি বলেন, এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না। রা/অ