শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৯ pm
নিজস্ব প্রতিবেদক : প্রখর রোদে অগ্নিঝরা তাপদাহে উত্তপ্ত পথঘাট। পিচঢালা সড়কের দিকে তাকালেই চোখে পড়ছে মরীচিকা। মাঝে মাঝে গায়ে এসে লাগছে গরম হাওয়া। এমন রুক্ষ আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে এখন মাঝারি তাপপ্রবাহ চলছে।
অবশ্য কখনও কখনও মাঝারি সীমা অতিক্রম করে তীব্র তাপদাহে রূপ নিচ্ছে। চলতি মৌসুমেই দুই দিন তাপমাত্রার পারদ তীব্র তাপদাহে উঠেছে। ফলে একদিন তাপমাত্রা সামান্য কমলেও গরম কমছে না। এ রকম অবস্থায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই নাভিশ্বাস উঠছে মানুষের।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল এর চেয়ে বেশি। সেদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের হিসেবে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদ্যু তাপদাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপদাহ বলা হয়। আর তাপমাত্রা চল্লিশের ওপরে উঠলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী রাজশাহীতে সোম ও মঙ্গলবার মৃদু তাপদাহ ছিল। তবে এর আগের দিন রোববারই তাপমাত্রা উঠেছিল তীব্র তাপদাহে।
গত রোববার রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস চলতি মাসের ২০ তারিখেও রেকর্ড করা হয়েছিল। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এএসএম গাউসুজ্জামান জানান, বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। কিন্তু আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত ১১ এপ্রিল রাজশাহীতে ৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ৯ এপ্রিল বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার। আজকের তানোর