বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৮:১৬ pm
ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোর পৌরসভার ৪২৫ জন অসহায় দু:স্থ বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে তানোর পৌর প্রশাসক ও নির্বাহী অফিসার খায়রুল ইসলাম অসহায়দের হাতে এসব কম্বল তুলে দেন।
এসময় পৌর প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক আব্দুস সবুর, কার্যসহকারী মাহবুর রহমান, ওহেদুজ্জামান বাবু, কর আদায়কারী বিমল কুমার, অফিস সহকারী ওমর আলী, মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী তারেক, মিলন, রনি, আবির, নজরুল, আকবর ও হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কম্বল নিতে আসা ৪২৫ জন নারী পুরুষ উপস্থিত থেকে কম্বল নেন।
কম্বল পেয়ে বয়োজ্যেষ্ঠ ইব্রাহিম জানান, রাতে প্রচুর শীত লাগে। গায়ে দেয়ার মত একটি কম্বল ছিল। আরেকটি পেলাম। দুটি কম্বল এক সাথে গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা কম লাগবে।
আরেক বৃদ্ধা হারেজান কম্বল পেয়ে লাঠি হাতে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তিনি জানান, গা থেকে ঠান্ডা দূর হয় না। রাতে ও সকালে ঠান্ডার কারণে বের হতে পারিনা। এই কম্বল জড়িয়ে থাকলে কিছুটা হলেও ঠান্ডা কম লাগবে।
এদিকে রাতের আধারে বিভিন্ন হাট-বাজারের নৈশ প্রহরীসহ রাস্তায় অসহায় ব্যক্তিকে দেখলেই কম্বল দিচ্ছেন ইউএনও। তার এমন কাজে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে দরিদ্র অসহায় ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। রা/অ