বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৬:২৭ am
এম এম মামুন :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ১৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. লাকি আক্তার মিথিলা (২২), মো. হাবিবুর রহমান সুজন (৩৭), শুভ (২১), মো: রাশেদুল ইসলাম মিলন ওরফে কানা মিলন (৪৪) ও মো: মনিরুজ্জামান (৩২)।
লাকি আক্তার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ওয়াদুদের মেয়ে। সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। আওয়ামীলীগ কর্মী শুভ মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় মানিকের ছেলে, আওয়ামীলীগ কর্মী রাশেদুল ইসলাম মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত হাফিজ উদ্দীন হাগনার ছেলে, আওয়ামীলীগ কর্মী মনিরুজ্জামান মহানগরীর কর্ণহার থানার তালুক ধর্মপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও হাবিবুর রহমান একই থানার দমদমা এলাকায় কাজিম উদ্দিনের ছেলে।
সে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল-হাজতে হয়েছে। রা/অ