বৃহস্পতিবর, ০৯ জানুয়ারি ২০২৫, সময় : ০২:২৫ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক বিলের মিটার দেখার নামে দুজন লোক ঘরে প্রবেশ নগদ দেড় লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামের আহাদ আলীর ছেলে আবুল কাশেমের বাড়িতে সোমবার দুপুরে দুজন লোক এসে বৈদ্যুতিক বিল প্রস্তুতের জন্য মিটার চেক করার না করে বাড়ির মধ্যে প্রবেশ করে।
এ সময় আবুল কাশেমের বৃদ্ধ মা ছাড়া ওই বাইড়তে আর কেউ ছিল না। এই সুযোগে ওই দুইজন লোক ঘরের মধ্যে প্রবেশ করে ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ দেড় লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে য়ায়।
এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম সন্ধ্যায় বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর বিষয়ে একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রা/অ