মঙ্গবার, ০৭ জানুয়ারি ২০২৫, সময় : ০১:২৫ pm

সংবাদ শিরোনাম ::
মুন্ডুমালায় বণিক সমিতির সভাপতি তুহিন ও সম্পাদক হান্নান নির্বাচিত মান্দায় মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ২ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গম চরে দুইশত পরিবারকে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা রাজশাহীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৭ বই পড়ে পুরস্কার পেল পবার চরাঞ্চলের তিন শিক্ষার্থী রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন গাইবান্ধায় আদিবাসীপল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন বাগমারায় এক ইউপিতে প্রশাসক নিয়োগে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ বাগমারায় মিটার দেখার নামে ঘরে ঢুকে দিনে-দুপুরে স্বর্ণালংকার লুট বাগমারায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ তানোরে ইউএনও, ইউপি সচিবদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় বায়ায় স্কুলের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ তানোরে ডিএপি সার সংকটে আলুক্ষেতে টপড্রেসিং বিড়ম্বণায় চাষীরা দেশে চলমান পরিস্থিতিতে ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে ভারত রাজশাহীতে উপদেষ্টার সফর বাতিল, বিতরণ হয়নি শীতার্তদের কম্বল মোহনপুরে ঔষধ ব্যবসায়ীকে হুমকি, থানায় অভিযোগ পুঠিয়ায় আ.লীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বিএনপি নেতার পিটুনি যুদ্ধ ট্যাংক তুরস্ক থেকে কিনছে বাংলাদেশ, নজর রাখছে ভারত
বায়ায় স্কুলের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

বায়ায় স্কুলের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতরা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

জানা গেছে, উপজেলার আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল। অপরদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ।

এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। এ অবস্থায় রোববার সকালে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া স্কুলে যান। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, ‘উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুজন একই দল করেন, পেশায় শিক্ষক। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্ঠান ভালভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করলেন, কী করবো ভেবে পাচ্ছি না।’

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.