বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৭:০১ am
নিজস্ব প্রতিবেদক :
ইসলামিক পদ্ধতিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর রাজপাড়া থানার দ্বিবাার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে শামিমুল ইসলামকে সভাপতি,মহসিন রেজা সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম বনিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাজশাহী কোর্ট ঢালুর মোড়স্থ লোটাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শুক্রবার ফেডারেশন সম্মেলনে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন আল আমিন রন্টি,হাফিজুল ইসলাম,শাফিউল আলম সহ:সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান,আজহার আলি
,হাবিবুর রহমান,আলতাফ হোসেন সহ:সভাপতি,সিরাজুল ইসলাম সাগর ক্যাশিয়ার,শাহবাজ হোসেন সহ:সাংগঠনিক,মোয়াজ্জেম হোসেন শিক্ষা প্রশিক্ষণ,আসাদুজ্জামান পাঠাগার,সেলিম শেখ দপ্তর,বুলবুল হোসেন টুটুল সাংস্কৃতিক,শহিদুল ইসলাম সহ:সাংস্কৃতিক,ফিরোজ হাসান বিজ্ঞান ও প্রযুক্তি,শাহিন আলম লিটন ইউনিয়ন,ইসমাইল হোসেন প্রচার প্রকাশনা,জামাল উদ্দিন,সহ:প্রচার প্রকাশনা,সেন্টু আইন আদালত ও আরিফুল ইসলাম সেবাসাহায্য সম্পাদক।
ইসলামী ব্যাংক হাস্পাতাল লক্ষিপুর রাজশাহীর সুপারিন্টেনডেন্ট ডাঃহাসানুজ্জামান হাসুর প্রধান ও অধ্যাপক কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক উক্ত কমিটি তাৎক্ষনিক ভাবে অনুমোদন করেন। রা/অ