সমবার, ০৬ জানুয়ারি ২০২৫, সময় : ১০:৩৩ pm
ডেস্ক রির্পোট :
জমি ও পুকুর নিয়ে দ্বন্দের জের ধরে প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তির সন্ত্রাসী বাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীর দুটি বাড়িতে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আজ সেখানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনা ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতাল পল্লীর বাসিন্দা সুন্দর মন্ডলের দুই ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বন্দ্ব। তাদের মাঝে জমিজমা ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ তার লোকজন নিয়ে সুন্দর মন্ডলের বাড়িতে হামলা করে।
হামলাকারীরা জমি ও পুকুরের দখল ছেড়ে দেয়ার দাবী করলে সুন্দর মন্ডলের ছেলেরা জমি ছেড়ে দিতে রাজি হয়নি। পুকুর ও জমির দখল ছেড়ে না দেয়ায় চেয়ারম্যানের লোকজন বৃটিশ সরেনকে মারপিট করে। তার বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। আহত অবস্থায় বৃটিশ সরেন কে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়।
এর সুত্র ধরে শুক্রবার গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও তার ভাই শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনাটি আজ স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে দুপুরে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশিদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে খুব শীঘ্রই গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে। রা/অ