সমবার, ০৬ জানুয়ারি ২০২৫, সময় : ১০:৪১ pm
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন এর ১০০তম বেল্ট বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুরে নর্থ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক রেজাউল করিম রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো: আলাউদ্দিন, দুর্গাপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রাশিদুল হাসান, রাজশাহী সরকারী সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর ইফ্ফাত জেরিন ও নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ অমিত হালদার। ব্লাকবেল্ট ৫ম ড্যান ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ সেনসাই বকুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা বলেন, বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন হচ্ছে একটি আন্তর্জাতিক কারাতে সংগঠন। এই সংগঠনের রাজশাহীর সেনসাই বকুল হোসেন অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেলেও তিনি এতটা প্রচারণায় নেই। কারন তিনি চান রাজশাহীর সন্তানেরা শারীরিকভাবে ভাল থাকুক এবং নিজেকে সেইফ করতে শিখুক। তারা বলেন, যারা ভাল কাজ করেন তাঁর ক্ষতি করার জন্য সার্বক্ষণিক লোক লেগে থাকে।
সেনসাই বকুল হোসেন এর প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে বলে উল্লেখ করেন তারা। উপস্থিত সবাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে রাজশাহীতে কারাতে টুর্নামেন্ট করার ঘোষনা দেন প্রধান অতিথি। বক্তব্যের পূর্বে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে ইয়োলো বেল্ট থেকে শুরু করে ব্লাকবেল্ট প্রদান করেন। সেইসাথে সিনিয়রদের মধ্যে সনদ প্রদান করা হয়। রা/অ