বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৬:৩৫ am
বিনোদন ডেস্ক :
গেল বছরে মুক্তি পাওয়া নাটক ‘প্রবাসীর স্ত্রী’ এর সাফল্যের পর দর্শকের অনুরোধে নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। ‘প্রবাসীর স্ত্রী ২’ শিরোনামের এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অহনা রহমান ও রুশো শেখ। আসাদুজ্জামান সোহাগের গল্পে এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। শুক্রবার বিকেলে নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। এরমধ্যেই নাটকটি দেখেছে ১০ লাখেরও বেশি দর্শক।
সেইসঙ্গে রয়েছে ইতিবাচক মন্তব্য। নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে।
এগিয়ে চলে নাটকের কাহিনি। অহনা বলেন, ‘দর্শক নাটকটির দ্বিতীয় কিস্তি চাইছিলেন। পরিচালকও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। অপেক্ষার পালা শেষ। সুন্দর একটি গল্প। আশা করছি, দর্শক ভালো একটি গল্প পাবে। রুশো শেখ বলেন, ‘প্রবাসীর স্ত্রী থেকে টু-এর গল্প বেশি শক্তিশালী। দর্শক ভালোভাবে নিচ্ছে। এই দুই কাজের মাধ্যমে আমার ক্যারিয়ার নতুন করে দাড়িয়েছে। সেটার জন্য পরিচালকের কাছে আমি চির কৃতজ্ঞ। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ এর পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী।
নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তার অভিনয় দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম। নাটকটিতে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, আদিবা সুলতানা, পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব প্রমুখ। সূত্র : এফএনএস