বৃহস্পতিবর, ০৯ জানুয়ারি ২০২৫, সময় : ০১:৫৭ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে টিসিবির পণ্যের দাবিতে নাগরিকদের সম্মেলন ৭ দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ নাগরিক কমিটির প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পুঠিয়ায় অবৈধ পুকুর খননের ধুম আরএমপিতে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২০ রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ রাবিতে পোষ্য কোটা বহালের দাবিতে অবস্থান ধর্মঘট নগরীতে হারানো ম্যানিব্যাগসহ টাকা ফিরে দিলেন পুলিশ রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ভোগান্তিতে রোগীরা বরেন্দ্র অঞ্চলে কমেছে সরিষার আবাদ : উৎপাদনে পড়বে না প্রভাব জমিনে আল্লাহর আইন চালু নেই বলে দেশের কোন পরিবর্তন হয়নি : জামায়াতের নায়েবে আমীর বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণে মুক্তিপণ দাবিতে গ্র্রেফতার দুই ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়ার আহ্বান : শিবির সভাপতি তানোর পৌরসভায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ মুন্ডুমালায় বণিক সমিতির সভাপতি তুহিন ও সম্পাদক হান্নান নির্বাচিত মান্দায় মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ২ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গম চরে দুইশত পরিবারকে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা রাজশাহীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৭ বই পড়ে পুরস্কার পেল পবার চরাঞ্চলের তিন শিক্ষার্থী রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন
সাফল্যের পর দর্শকের অনুরোধে এল ‘প্রবাসীর স্ত্রী’র সিক্যুয়েল

সাফল্যের পর দর্শকের অনুরোধে এল ‘প্রবাসীর স্ত্রী’র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক :
গেল বছরে মুক্তি পাওয়া নাটক ‘প্রবাসীর স্ত্রী’ এর সাফল্যের পর দর্শকের অনুরোধে নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। ‘প্রবাসীর স্ত্রী ২’ শিরোনামের এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অহনা রহমান ও রুশো শেখ। আসাদুজ্জামান সোহাগের গল্পে এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। শুক্রবার বিকেলে নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। এরমধ্যেই নাটকটি দেখেছে ১০ লাখেরও বেশি দর্শক।

সেইসঙ্গে রয়েছে ইতিবাচক মন্তব্য। নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে।

এগিয়ে চলে নাটকের কাহিনি। অহনা বলেন, ‘দর্শক নাটকটির দ্বিতীয় কিস্তি চাইছিলেন। পরিচালকও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। অপেক্ষার পালা শেষ। সুন্দর একটি গল্প। আশা করছি, দর্শক ভালো একটি গল্প পাবে। রুশো শেখ বলেন, ‘প্রবাসীর স্ত্রী থেকে টু-এর গল্প বেশি শক্তিশালী। দর্শক ভালোভাবে নিচ্ছে। এই দুই কাজের মাধ্যমে আমার ক্যারিয়ার নতুন করে দাড়িয়েছে। সেটার জন্য পরিচালকের কাছে আমি চির কৃতজ্ঞ। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ এর পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী।

নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তার অভিনয় দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম। নাটকটিতে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, আদিবা সুলতানা, পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব প্রমুখ। সূত্র : এফএনএস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.