বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৬:২৪ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় পুকুরে ঠান্ডা পানিতে গোসল করতে নেমে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের নাম ইমন আলী (৫) ও রহমত আলী (৭৫)।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী গ্রামের মুড়ি ব্যবসায়ী আমজাদ হোসেনের সঙ্গে তার এক মাত্র ছেলে ইমন আলী গোসল করতে বাড়ির পাশে পুকুরের পানিতে নামলে প্রচন্ড ঠান্ডায় ওই শিশুর মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের চাঁইসারা গ্রামের বৃদ্ধ রহমত আলী দুপুরে বাড়ির পাশে পুকুরের ঠান্ডা পানিতে গোসল করতে নেমে তিনিও মারা যান।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাফিউল্লা নেওয়াজ বলেন, প্রচন্ড ঠান্ডা পানিতে গোসল করতে নামায় শরীরের রক্ত মস্তিষ্কে জড়ো হয়ে জমাট বাঁধার কারণে তাদের মৃত্যু হতে পারে। রা/অ