বৃহস্পতিবর, ০৯ জানুয়ারি ২০২৫, সময় : ০২:৪২ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে টিসিবির পণ্যের দাবিতে নাগরিকদের সম্মেলন ৭ দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ নাগরিক কমিটির প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পুঠিয়ায় অবৈধ পুকুর খননের ধুম আরএমপিতে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২০ রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ রাবিতে পোষ্য কোটা বহালের দাবিতে অবস্থান ধর্মঘট নগরীতে হারানো ম্যানিব্যাগসহ টাকা ফিরে দিলেন পুলিশ রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ভোগান্তিতে রোগীরা বরেন্দ্র অঞ্চলে কমেছে সরিষার আবাদ : উৎপাদনে পড়বে না প্রভাব জমিনে আল্লাহর আইন চালু নেই বলে দেশের কোন পরিবর্তন হয়নি : জামায়াতের নায়েবে আমীর বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণে মুক্তিপণ দাবিতে গ্র্রেফতার দুই ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়ার আহ্বান : শিবির সভাপতি তানোর পৌরসভায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ মুন্ডুমালায় বণিক সমিতির সভাপতি তুহিন ও সম্পাদক হান্নান নির্বাচিত মান্দায় মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ২ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গম চরে দুইশত পরিবারকে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা রাজশাহীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৭ বই পড়ে পুরস্কার পেল পবার চরাঞ্চলের তিন শিক্ষার্থী রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন
গোদাগাড়ীতে প্রতারক দম্পতি কোটি টাকা নিয়ে উধাও, নিঃস্ব ৩০টি পরিবার

গোদাগাড়ীতে প্রতারক দম্পতি কোটি টাকা নিয়ে উধাও, নিঃস্ব ৩০টি পরিবার

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশ পাঠাবো ও বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে দিব বলে ৩০ পরিবারের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে প্রায় ২/৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে সুকতারা ও মনিরুজ্জামান নামে এক প্রতারক দম্পতি। প্রতারক ওই দম্পতির ফাঁদে পড়ে এলাকার প্রায় ৩০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।

প্রতারক দম্পতি সুকতারা বেগম ও তার স্বামী মনিরুজ্জামান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলাকায় বসবাস করছিলো। সুকতারার গ্রামের বাড়ি বাসুদেবপুরে ও তার স্বামী মনিরুজ্জামানের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কামরাঙ্গাচালা।

এঘটনায় ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগ এনে প্রতারক দম্পতির বিরুদ্ধে ৪ জানুয়ারী শনিবার বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে ভুক্তোভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তোভোগী মোসা. শারমিন খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক সুকতারা ও তার স্বামী মনিরুজ্জামান ৪/৫ বছর আগে বাসুদেবপুর গ্রামে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করে এবং বাসুদেবপুর হাই কেয়ার মোড়ে একটি দোকানঘর ভাড়া নিয়ে ছোট পরিসরে একটি গার্মেন্টস এর ব্যবসা শুরু করে। সুকতারা বেগম নিজেকে মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকুরি করেন বলে এলাকায় পরিচয় দিত। এই সুবাদে ধীরে ধীরে এলাকার মানুষের সাথে পরিচয় হয়।

এলাকায় ওই প্রতারক দম্পতি উদ্যোক্তা হিসেবে, কুটির শিল্পগড়ে তোলার প্রস্তাব, কাথা সেলাই, বুটিক্স এর কাজ জামা কাপড় বিভিন্ন ডিজাইনার ইত্যাদি কাজের প্রলোভন দেখিয়ে সবাইকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাই, বিদেশে পাঠানো, বিভিন্ন দপ্তরে চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে স্বল্প সুদের ব্যাঙ্ক ঋণের মাধ্যমে পুজির ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেন।

পরবর্তীতে ৩০ জনকে বিভিন্ন কৌশলে ব্যাংক ও এনজিও থেকে লোন উত্তোলন করায়। লোনের টাকা ব্যবসার পুঁজির হিসাবে টাকা ব্যবহার করা হবে বলে নিয়ে নেই প্রতারক দম্পতি। কিছুদিন লাভাংশ হিসেবে কিছু ব্যক্তিকে টাকাও প্রদান করে। তারা এলাকায় আসার দেড় বছরের মধ্যে বিভিন্ন জায়গায় জমি, বিলাসবহুল বাড়ি তৈরি করে। সে বাড়িতে আওয়ামী লীগের দলীয় লোকজন নিয়ে ভোজ সভা ও পার্টি ইত্যাদি সেখানে তারা করত। গ্রামের সবাইকে ক্ষমতার দাপট দেখাতো এমপির ভয় দেখিয়ে।

গ্রামের প্রায় ৩০ মানুষকে লোভ দেখিয়ে প্রায় ২/৩ কোটি টাকা হাতিয়ে নেই। টাকা হাতিয়ে নিয়ে গত ৫ আগস্ট সরকারের পতন হওয়ার সাথে সাথেই তারাও পালিয়ে আত্নগোপনে চলে যায়।

ভুক্তভোগীরা প্রতারক দম্পতির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে টাকা দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত দিতে নানা প্রকার টালবাহানা শুরু করে। এঅবস্থায় ভুক্তভোগীরা একত্রিত হয়ে প্রতারক দম্পতিকে এলাকায় এসে হিসাব পরিশোধ করতে বললে কোনো টাকা ফেরত দিবে না বলে হুমকি প্রদান করে বেশি বাড়াবাড়ি করলে প্রত্যেককে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে। ইতিমধ্য বাসুদেবপুরের বাড়িতে বিক্রয়ের আলোচনা চলছে। কিন্তু ভুক্তভোগীরা প্রতিবাদ করলে ক্রেতাগণ নিতে চায়না।

এরআগে ভুক্তোভোগীরা প্রতারনার মাধ্যমে টাকা আত্নসাতের অভিযোগে প্রতারক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিকট ২৩ ডিসেম্বর ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২০ ডিসেম্বর লিখিত অভিযোগ দেন।

প্রতারক দম্পতি প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়া ভুক্তোভোগীরা সুবিচার ও প্রাপ্ত টাকা পাওয়ার ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.