বৃহস্পতিবর, ০৯ জানুয়ারি ২০২৫, সময় : ০২:৩৬ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে টিসিবির পণ্যের দাবিতে নাগরিকদের সম্মেলন ৭ দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ নাগরিক কমিটির প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পুঠিয়ায় অবৈধ পুকুর খননের ধুম আরএমপিতে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২০ রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ রাবিতে পোষ্য কোটা বহালের দাবিতে অবস্থান ধর্মঘট নগরীতে হারানো ম্যানিব্যাগসহ টাকা ফিরে দিলেন পুলিশ রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ভোগান্তিতে রোগীরা বরেন্দ্র অঞ্চলে কমেছে সরিষার আবাদ : উৎপাদনে পড়বে না প্রভাব জমিনে আল্লাহর আইন চালু নেই বলে দেশের কোন পরিবর্তন হয়নি : জামায়াতের নায়েবে আমীর বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণে মুক্তিপণ দাবিতে গ্র্রেফতার দুই ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়ার আহ্বান : শিবির সভাপতি তানোর পৌরসভায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ মুন্ডুমালায় বণিক সমিতির সভাপতি তুহিন ও সম্পাদক হান্নান নির্বাচিত মান্দায় মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ২ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গম চরে দুইশত পরিবারকে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা রাজশাহীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৭ বই পড়ে পুরস্কার পেল পবার চরাঞ্চলের তিন শিক্ষার্থী রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন
তানোরে বিএমডিএর কর্মকর্তাকে বিএনপি নেতাদের হুংকার ভাইরাল

তানোরে বিএমডিএর কর্মকর্তাকে বিএনপি নেতাদের হুংকার ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বিএনপির কথা ছাড়া বাতাসও নড়বে না বলে হুংকার দেন স্থানীয় বিএনপির নেতারা। বলেছেন, উপজেলার সব অফিসে চলছে বিএনপির নেতৃত্ব। টালবাহানা করলে কর্মকর্তাদের অবস্থা হবে আওয়ামী লীগ নেতাদের মত। ১ জানুয়ারী বুধবার বিএমডিএ অফিসে বিএনপি নেতারা তালা দিয়ে এক বিক্ষোভ সভায় এসব কথা বলে হুংকার দেবার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়ে পড়ে তাদের বক্তব্য।

বিএমডিএর কার্যালয়ে তালা লাগানোর পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, ১৫ বছর অনেক নির্যাতিত হয়েছি। আর হতে চাই না। আমরা চাই তানোরে বিএনপির কথার বাইরে বাতাসও নড়বে না। কিসের টিএনও অফিস, কিসের কৃষি অফিস আর কিসের বরেন্দ্র অফিস এখন থেকে চলবে বিএনপির নেতৃত্বে। আর আগামীতে আমাদের ব্যারিষ্টার আমিনুল হকের সহদর ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন ওনার পরামর্শে এই তানোর উপজেলার প্রশাসন চলবে। কোন কর্মকর্তা যদি টালবাহানা করে তাকে ভাবতে হবে, তার অবস্থা কিন্তু এই জামিলের মত হবে।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন, আমরা মনে করে ছিলাম বছরের প্রথম দিন সবার সাথে দেখা করব আর ফুলের শুভেচ্ছা বিনিময় করবো, তা আর আমাদের ভাগ্যে হল না। এই জামিল (সহকারী প্রকৌশলী) কুত্তার বাচ্চার কারণেই বরেন্দ্র অফিসে তালা দিতে হয়েছে। তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিলুর রহমান জামিনকে উদ্দেশ্য করে এ দুই নেতা এমন বিষাদগার বক্তব্য দেন। এরপর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তানোরজুড়ে চলছে এসব নগ্নভাষার আলোচনা-সমলোচনা। তাদের এমন বক্তব্যের কল রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।

পরে বিএমডিএ অফিসে তালা দিয়ে সহকারী প্রকৌশলীকে অকথ্য নগ্নভাষায় বিএনপির নেতারা গালিগালাজ ও তান্ডপ চালানো প্রতিবাদে বৃহস্পতিবার ২ জানুয়ারী বিকেলে উপজেলা সদরে কৃষক সমাজ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও প্রান্তিক কৃষকরা।

প্রসঙ্গ, পুরো উপজেলায় বিএমডিএর ৫১৬টি গভীর নলকুপ সচল রয়েছে। এসব গভীর নলকূপে গত বছরের অক্টোবর মাসের শেষ সপ্তায় অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফলে অপারেটর পদে এক হাজার ৬৯৬টি আবেদন বিক্রি হলেও জমা পড়ে এক হাজার ৫৩০টির মতো। পরে কর্তৃপক্ষ গত ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর অপারেটর পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নেয়। নিয়োগ বোর্ডের সুপারিশে সম্প্রতি গত ৩০ ডিসেম্বর সোমবার অপারেটর নিয়োগের তালিকা প্রকাশ করে বিএমডিএ কর্তৃপক্ষ।

তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিলুর রহমান জামিন বলেন, উচ্চপর্যায়ের একটা কমিটি ভাইভা গ্রহণ করেছে। তারা যোগ্যদের নির্বাচিত করেছেন। এখন যে ঝামেলা হচ্ছে সেটা ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

আওয়ামী সরকারের পতনের পর বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের ভাই ড. মো. আসাদ উজ জামান। তার আরেক ভাই প্রয়াত ব্যরিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। কয়েক মেয়াদে ছিলেন বিএনপির এমপি ও মন্ত্রী। তাদের বাড়ি গোদাগাড়ীতে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.