সমবার, ০৬ জানুয়ারি ২০২৫, সময় : ০৯:৫৬ pm
জাকির হোসেন বাবলু, দুর্গাপুর :
রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েই চলছে দিনকে দিন, ঠিক তখনি শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। শুক্রবার বিকেলে দুর্গাপুর পৌরসভার কেন্দ্রীয় কালী-মন্দিরে ১৪২টি শীতবস্ত্র (কম্বল) উপজেলার দুর্গাপুর, হরিপুর, নান্দীগ্রাম, বেলঘরিয়া, হোজা, রাতুগ্রামসহ বিভিন্ন স্থানের হিন্দু সম্প্রদায়ের অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্র কালী মন্দিরের সভাপতি উৎপল সরকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রাং, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বীরেন্দ্রনাথ সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার শ্রী শুনীল প্রাং। পৌরসভার প্রজেক্ট ইন্সপেক্টর শ্রী রতন সরকার। ৭ নং সাবেক ওয়ার্ড মেম্বার মো. ওসমান মন্ডল সহ আরো উপস্থিত ছিলেন। স্থানীয় সম্মানীয় বর্গ।
শীতবস্ত্র বিতরণকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আমরা সাধারণ মানুষের কাছে বিভিন্ন স্থানে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি এবং তা অব্যাহত থাকবে। রা/অ