সমবার, ০৬ জানুয়ারি ২০২৫, সময় : ০২:৩৫ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় নাইট গার্ডকে একটি ঘরে আটকিয়ে রেখে ব্র্যাক অফিসে ডাকাতি সংঘটিত হয়েছে। তবে ওই ব্র্যাক অফিসের কি পরিমান টাকা ও আসবাবপত্র ডাকাতরা নিয়ে গেছে তা এই রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অফিসের সব কর্মকর্তা-কর্মচারীরা নাইট গার্ডকে রেখে অফিসের সব দরজা-জানালা বন্ধ করে বাসায় যান। গভীর রাতে এক দল ডাকাত অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং নাইট গার্ডকে একটি কক্ষে শিকল দিয়ে আটকে রেখে অফিসের বিভিন্ন ঘরে তালা ভেঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মালামাল ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ওই ব্র্যাক অফিসের ব্রাঞ্চ ম্যানেজার গোরাঙ্গ কুমার বলেন, ডাকাতরা অফিসের হিসাবরক্ষক ঘরের চারটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং টাকা রাখার ভোল্ট ভেঙ্গে সব টাকা নিয়ে যায়। তবে কি পরমান টাকা চুরি হয়েছে তা হিসাব না করে বলা সম্ভব নয় বলে তিনি জানান।
এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়ানি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। রা/অ