বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০১:২৫ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় বিল দখল নিয়ে বিরোধের জের ধরে উপজেলা ফটকের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্নসম্পাদক এস.এম রেজা, যুবদল নেতা ফরহাদ হোসেন, বিএনপি নেতা আইনুল হক ও আসিফ মাহমুদ এবং ইউনিয়ন আ.লীগের সাবেক সম্পাদক সোহেল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সয়ংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক নামে আ.লীগের এক নেতাকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের বিলমালোলি (মাল্লের) বিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কছিমুদ্দিন ও আ.লীগ নেতা মাহাবুর রহমানের নেতৃত্বে মাছ চাষ করা হচ্ছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এলাকার লোকজন জোরপূর্বক বিলটি দখলের চেষ্টা করেন।
এ সময় ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমানের হস্তপেক্ষে বিলটি দখল মুক্ত হয়। এরপর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অর্থ আত্নসাতের অভিযোগ করেন ইউনিয়ন আ.লীগের সাবেক সম্পাদক সোহেল শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে ডেকে তার কার্যালয়ে শুনানি করেন। এতে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তা খারিজ করে দেন। এ নিয়ে উপজেলা ফটকের সামনে ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল শেখ ও আ.লীগ নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে বিএনপির লোকজনের উপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন- তাৎক্ষনিকভাবে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। ঘটনাস্থল থেকে আটক আব্দুর রাজ্জাককে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। রা/অ