সমবার, ০৬ জানুয়ারি ২০২৫, সময় : ০২:৫৪ pm
মাহবুব আলম (নিজস্ব প্রতিবেদক) তানোর :
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্য স্লোগানে ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর তানোরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। তানোর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
গত ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসকের সভাকক্ষে দিবসটির উদ্বোধন করা হয়। এরআগে পবিত্র কোরআন তোলোয়াত করেন চাপড়া এতিমখানার ছাত্র আব্দুর রহিম।
পরে ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’-এ প্রতিপাদ্যে সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজানসহ অনেকে। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সুবর্ণ নাগরিক কার্ড, সুদমুক্ত লোন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সভায় বিপুল সংখ্যক এতিম শিশু ও পিছিয়ে পড়া নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাদের খাবার বিতরণ করা হয়। রা/অ