রবিবর, ০৫ জানুয়ারি ২০২৫, সময় : ০৫:১০ am
নিজস্ব প্রতিবেদক :
সংস্কারের নামে আপনারা সময় অপচয় করবেন না। যত দ্রুত সম্ভব একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা সংস্কার করেন আপনাদের আমরা সহযোগিতা করব। রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
তিনি আরো বলেন, ছাত্রদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। ছাত্রদলকে নার্সিং করতে হবে। যাতে করে ছাত্রদল থেকে নেতৃত্ব বের হয়ে আসে।
আলোচনা সভা শুরুর আগে গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, গোদাগাড়ী পৌর ছাত্রদল ও কাকনহাট পৌর ছাত্রদলের আয়োজনে বুধবার বিকাল ৪টার সময় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা বিএনপি’র কার্যালয় হইতে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ।
গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাউসার আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় খান বকুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, গোদাগাড়ী পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন, কাকনহাট পৌর ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক আহবায়ক মেসের মাস্টার, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, কাকনহাট পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুসান উজ্জ্বল।
এছাড়াও গোদাগাড়ী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির আহমেদ, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নবীনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। রা/অ