বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৯:১২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে এবারে ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিনটি অন্যান্য বছরের মতো আনন্দ মুখর হয়নি। সাধারণত এ দিনটিতে স্কুলের ছেলেমেয়েরা নতুন বই হাতে পেয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে। কিন্তু এবার তানোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই সরবরাহের অভাবে এই উৎসব আয়োজন সম্ভব হয়নি।
জানা গেছে, সময়মতো না পৌঁছানোর কারণে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবক এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। বই না পেয়ে শিশুদের মন খারাপ ছিল স্পষ্ট।
এক শিক্ষার্থী বলেন, প্রতিবছর নতুন বই পেয়ে অনেক আনন্দ হয়, কিন্তু এবার কিছুই পাইনি। আমাদের খুব খারাপ লাগছে। শিক্ষক ও অভিভাবকরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, সরকারের পক্ষ থেকে বই বিতরণের বিষয়ে অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মাঝে হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, বই সরবরাহে কিছু কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এপরিস্থিতিতে শিক্ষার্থীদের এই হতাশা কাটিয়ে তাদের মাঝে আনন্দ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অত্যান্ত জরুরি। রা/অ