বুধবা, ০৮ জানুয়ারি ২০২৫, সময় : ০৯:২৩ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামে আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) ও একই গ্রামের আসাব আলীর ছেলে পলাশ (১৫)। আহতের নাম সন্তু (৩০)। তিনি বাথইল গ্রামের নিরেনের ছেলে।
মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই মোটরসাইকেল চার আরোহী বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কালিতলা এলাকায় তাদের পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন মারা যান।
তিনি বলেন, আহত একজনকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।
মোহনপুর থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। রা/অ