রবিবর, ০৫ জানুয়ারি ২০২৫, সময় : ০৫:০৬ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুরে শীতার্ত দু:স্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)।
এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজা, নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নুরন্নবীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিস, খাদ্যগুদাম, ভূমি অফিস, বাকশিমইল মডেল প্রাথমিক বিদ্যালয়, খাড়ইল উচ্চ বিদ্যালয় ও মৌগাছি বাজার সংলগ্ন ধানের চাতাল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। রা/অ