রবিবর, ০৫ জানুয়ারি ২০২৫, সময় : ০৫:২৫ am
এম এম মামুন :
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোসা. পিংকি খাতুন (২৬)।
তিনি যশোর জেলার কোতায়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মো. জমসেদ আলীর মেয়ে। বুধবার (১ জানুয়ারি) বিকালে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আরএমপির শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার এসআই মো. মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৭টার সময় শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড়ে অভিযান চালিয়ে আসামি পিংকি খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রা/অ