শনিবর, ০৪ জানুয়ারি ২০২৫, সময় : ১২:৩২ pm
মাহবুব আলম (নিজস্ব প্রতিবেদক) তানোর :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীর তানোরে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।
যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও তানোর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত সভা সঞ্চালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী (পিআইও) আল মামুন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাছ আলী, তানোর উপজেলা ছাত্র সমম্বয়ক আব্দুল কাইয়ুম ও সহসম্বনয়ক মো. সোহাগ আলী।
এছাড়াও তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী, সাধারণ সম্পাদক জুয়েল রানা, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারী কাইয়ুম ও ছাড়াও সুধী সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুমন মিয়া, তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম ছাড়াও দুটি পৌরসভা ও সাতটি ইউপির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এউৎসবকে প্রাণবন্ত করতে আগামীতে দিনব্যাপি যুব উদ্যোক্তাদের স্থানীয় শিল্প ও পণ্য প্রদর্শনী এবং উদ্যোক্তা সম্মেলন যুবদের অংশগ্রহণে দেশিয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, কৃষি উদ্ভাবনী নিয়ে যুবদের ভাবনা বিষয়ক বিভিন্ন কর্মশালা, পরিচ্ছন্নতা অভিযান, প্রতিভা অন্বেষণে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, চিত্রাংকন প্রতিযোগীতা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে বলে অতথিবৃন্দরা অবগত করেন। রা/অ