শনিবর, ০৪ জানুয়ারি ২০২৫, সময় : ১২:২১ pm
মুক্তার হোসেন (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মালেক ও অফিস সহকারী আয়েশ উদ্দিন অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে পালপুর ধরমপুর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য ও মানপত্র পড়ে শোনান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহাসেনী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আখন্দ।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আসরাফুল আলম রবি, রাজশাহী টিচার্স কলেজর সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন, চব্বিশনগর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার আখতারুজ্জামান ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. সাদিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে হামদ নাত পরিবেশনা করেন মনোয়ার হোসাইন।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনার করেন অত্র কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ড.ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী অধ্যক্ষ আব্দুল মালেক ও অফিস সহকারী আয়েশ উদ্দীনের কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বক্তব্য রাখেন।
পরে ক্রেষ্ট ও ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকেও কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রা/অ