শনিবর, ০৪ জানুয়ারি ২০২৫, সময় : ১২:১৯ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস ছালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, তানোর উপজেলা ছাত্র সমম্বয়ক আব্দুল কাইয়ুম ও সহসম্বনয়ক মো. সোহাগ আলী।
এসময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পদকপ্রাপ্ত স্ব-শিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী, সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, ক্যাশিয়ার ইমরান হোসাইন, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহসাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম, নয়ন কুমার, এইচএম ফারুক আহম্মেদ, সামসুজোহা, প্রভাষক রেজাউল ইসলাম, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারী কাইয়ুম ও ছাড়াও সুধী সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত আহত ও নিহত পরিবারের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, ‘দেশের জন্য শহীদদের এই ত্যাগ জাতি কখনও ভুলতে পারবেনা।’ তাঁরা বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আহত ও নিহতদের আঙ্কাক্ষা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রা/অ