বৃহস্পতিবর, ০২ জানুয়ারি ২০২৫, সময় : ০৮:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে আইন-শৃঙ্খলা সভায় নিজের নামে গায়েবি মামলা তুলে ধরে বক্তব্য দেওয়ায় এক চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম শফি কামাল মিন্টু। তিনি উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে তানোর উপজেলার আইন-শৃংখলা মাসিক সভায় চেয়ারম্যান মিন্টু তার বিরুদ্ধে গায়েবি মামলা হবার ব্যাপারে বক্তব্য দেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে উপজেলা চত্বরে চেয়ারম্যানকে আটকের পরিকল্পনা শুরু করে। পুলিশের এমন ভূমিকা লক্ষ্য করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা শেষ হবার আগেই কৌশলে সটকে পড়ে চেয়ারম্যান। পরে রোববার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গ, গত ১৫ ডিসেম্বর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ৮ দিন পর আওয়ামী লীগ ও যুবলীগ ৫ জন নামধারীসহ অজ্ঞাত ৫০-৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে তানোর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। গত ২২ ডিসেম্বর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারী সেলিম রেজা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫ নম্বর আসামি চেয়ারম্যান শফি কামাল মিন্টুকে দেখানো হয়। এছাড়াও ওই মামলায় আসামি করা হয়, অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমানে ইউপি মেম্বার তোফায়েল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র ইমরুল হকের আপন ভাই সোহেল রানা, তানোর পৌর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম আর আ.লীগ সমর্থক তৌহিদুল ইসলামকে। ওই মামলার সূত্র ধরে চেয়ারম্যান মিন্টুকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, চেয়ারম্যান মিন্টু নিয়মিত মামলার আসামি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রা/অ