বৃহস্পতিবর, ০২ জানুয়ারি ২০২৫, সময় : ০৮:৪০ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারার হুলিখালি বাঁধের হাটে বাবার দোকান থেকে মিলন নামে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। সে নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং মীরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। নিখোঁজের ঘটনায় তার বাবা সোমবার থানায় একটি জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আমজাদ হোসেনের হুলিখালি বাঁধের হাটে একটি মুদি দোকান রয়েছে। গত রোববার দুপুরে আমজাদ হোসেন তার ছেলে মিলনকে দোকানে বসিয়ে রেখে যোহরের নামাজের জন্য বাজারের মসজিদে যান। এ সময় তার ছেলে দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। নিখুজের পর থেকেই মিলনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এই ঘটনায় বাবা-মাসহ পরিবারের লোকজন চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ তার সন্ধান পেলে বাগমারা থানায় অথবা ০১৭৬০-৫৫৪১৮৪ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে তাকে খোঁজার জন্য পুলিশ তৎপর রয়েছে বলে থানার ওসি তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। রা/অ