রবিবর, ২৯ িসেম্র ২০২৪, সময় : ১১:২০ am

সংবাদ শিরোনাম ::
বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ, আ.লীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখার দাবিতে মানববন্ধন আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের দুই কর্মীসহ ১২ জন গ্রেপ্তার রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে তা মেনে নেবে না জনগণ : রিজভী ভুলতথ্যে চায়ের দোকানে ফায়ার সার্ভিস কর্মীরা, পান বরজ পুড়ে ছাই নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আরএমপির পুলিশ কমিশনার বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ রাজশাহীতে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ নাম পরিবর্তন করে হচ্ছে আরডিএ কমপ্লেক্স সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির দোনোমনা কেন : মহিউদ্দিন আহমদ জাতীয় নাগরিক কমিটি কোনো দল নয়, রাজনৈতিক শক্তি : সারজিস আলম মোহনপুরে পানবরজে দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রাজধানীতে সবজিতে স্বস্তি ফিরলেও বাড়তি মুরগির দাম মোহনপুরে জাপা নেতা ডালিমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩ জাতিকে বদলে দেয়ার জন্য মানুষের অন্তরে জায়গা চাই : জামায়াত আমির নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক জনি সাংবাদিকদের চিকিৎসায় হাসপাতাল তৈরি করা হবে : পরিচালক আব্দুল্লাহ চিকিৎসাধীয় অবস্থায় মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে তা মেনে নেবে না জনগণ : রিজভী

অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে তা মেনে নেবে না জনগণ : রিজভী

এম এম মামুন :
অর্ন্তবর্তীকালীন সরকার জনপ্রত্যাশা-জনআকাঙ্খার বাইরে গিয়ে ‘অন্য এজেন্ডা’ নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ড. ইউনূস সাহেবকে। কিন্তু আমাদের বক্তব্য একটি জনপ্রত্যাশা-জনআকাঙ্খার বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এখনও চালের দাম কমেনি, চিনি ও আলুর দাম কমেনি। আলুর মৌসুমে আমাদের ৩-৪ টাকা দরে আলু বিক্রি হতো। শেখ হাসিনার কারণে গতবছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবারও যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবে ড. ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কী লাভ হলো? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ৫ই মে রাতে শেখ হাসিনার সরকার কত আলেম-ওলামাকে খুন করেছে সেই হিসাব কিন্তু এখনও পাওয়া যায়নি। আনুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবের বিরোধীতা করে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কীসের জন্য? এটা কী তৃণমূলের মানুষ বোঝে?’

যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে মন্তব্য করে রিজভী বলেন, ‘যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান; যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না। এই ধরনের কোন পদ্ধতি নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কিন্তু মানুষ ধ্বংস করে দেবে।’

তিনি বলেন, ‘যে সংস্কারের কথা বলছেন, এখানে তো তাহলে সংস্কার হবে না। একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে, এখন সেই দল ঠিক করবে কোন আসনে কাকে এমপি বানাবে। তাহলে তো কেনাবেচা আরও শুরু হবে। এই কারণে দুয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে। তারা তাদের লাভটা দেখছে। কিন্তু দলের এবং নিজের জনপ্রিয়তা মিলেই তো নির্বাচিত হন। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। রুহুল কবির রিজভী বলেন,‘হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে এটার প্রচলন আছে, কিন্তু তারাও এটা বাতিল করার কথা ভাবছে।

সমাবেশে রাজশাহী জেলার আহ্বায়ক তাজ উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.