শনিবর, ২৮ িসেম্র ২০২৪, সময় : ০২:৫৭ am
এম এম মামুন :
রাজশাহীর তানোরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে ৩ ছেলে ও পুত্রবধূসহ তাদের লোকজন মিলে মারপিট করে আহত করছে করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আহত বৃদ্ধ বাবা-মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার ২৫ ডিসেম্বর দুপুরে তানোর উপজেলার রায়তান বড়শো গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কুরমান আলী (৮০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৭০)। ঘটনাটি নিয়ে ৩ ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে তানোর থানা ও সেনাবাহিনী মোহনপুর ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি লিখে না দেওয়ায় তিন ছেলে উম্মর আলী (৫০) আনারুল ইসলাম (৪৫), জামিরুল ইসলাম (৩৭) স্ত্রী মাহাফুজা বেগম (৩৫) মিলে বৃদ্ধ বাবা-মাকে প্রতিনিয়ত বিভিন্নভাবে অত্যচার করে আসছিল। বুধবার দুপুর ২টার সময় কোন কারণ ছাড়াই ছেলে জামিরুল ইসলাম ও তার স্ত্রী মাহাফুজা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাদের থালি ফেলে দিয়ে ছেলে ও পুত্রবধূসহ তাদের লোক সোহেল রানা মিলে বেদম মারপিট করে আহত অবস্থায় বাড়িতে আটকে রাখা হয়। রাত ৯টার পর তানোর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এব্যপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি জানার পরেই স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধ বাবা-মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তিন ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। রা/অ