শনিবর, ২৮ িসেম্র ২০২৪, সময় : ০২:১৪ am
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় জামতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মুসা মিয়া (৭৩) মারা গেছে।
মৃতের ছেলে জাকারুল ইসলাম পলাশ জানান, আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জে দলীয় একটি প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নীচে পিস্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নাচোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাত সাড়ে ৯টায় জানাযা নামাজ শেষে নাচোল থানাপাড়া শাহ্জাহান মাষ্টারের বাড়ির পেছনের গোরস্থানে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হবে। রা/অ