বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ০৯:২৯ pm
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) পবা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার কমিটি গঠনের লক্ষে বায়া মোড় এলাকায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সদস্য ফজলুর রহমান বাবলু।
সভায় সর্বসম্মতিক্রমে মো: মাহবুবুর রহমান দুলাল ওরফে সরকার দুলাল মাহবুব সভাপতি ও সাধারণ সস্পাদক পদে জাহিদ হাসান পলাশকে নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক প্রমিজ উদ্দিন, নির্বাহী সদস্য ইউসুফ আলী চৌধুরী, বিশাল হোসেন ও জিয়াউল কবির স্বপন। রা/অ