বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ০৯:১১ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় তরুন সেনা সদস্য সজীব হোনের আর বিয়ে করা হলো না। বিয়ে করার জন্য ছুটি নিয়ে বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় ১১ দিন পর মারা গেছেন তিনি। সজীব হোসেন মাড়িয়া ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আব্দুর রশিদের একমাত্র ছেলে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি রংপুর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। জানা গেছে, বিয়ে কার জন্য গত ১২ ডিসেম্বর সজীব হোসেন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন। ওই রাত ১০ টার দিকে ট্রেন থেকে শান্তাহার রেলওয়ে স্টেশনে নামে তিনি। এরপর তার এক বন্ধুর সঙ্গে মোটর সাইকেলযোগে আসার সময় আত্রাই শিমুলতলি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভুটভুটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
এতে সজীব হোসেন মাথা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে আত্রাই থানার পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী সেনানিবাস হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার আরো অবনতি হলে পরের দিন তাকে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনীর তত্বাবধানের নিহত সজীব হোসেনের লাশ বুধবার তার গ্রামের বাড়িতে আনার পর সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। রা/অ